শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ০৮:১১:০৩

শিক্ষকদের জন্য বেতন নিয়ে বড় সুখবর

শিক্ষকদের জন্য বেতন নিয়ে বড় সুখবর

এমটিনিউজ ডেস্ক : শিশু কল্যাণ ট্রাস্টের যেসব বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে, তা চালু করার সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (২৩ আগস্ট) কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক বৈঠকে এ সুপারিশ করা হয়।

এ সময় শিক্ষার্থীরা যাতে সুশিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও দক্ষ জনশক্তি হিসেবে যোগ্যতা-সক্ষমতা দেখাতে পারে, সে লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া ‘দৃষ্টিনন্দন’ প্রকল্পের আওতায় যেসব বিদ্যালয়ের কার্যক্রম চলমান রয়েছে, সেগুলোর কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে