ঢাকা : আগামী মার্চে অনুষ্ঠেয় বিএনপির কাউন্সিলকে নকল কাউন্সিল বলে উল্লেখ করেছেন দলটির পুনর্গঠনের মুখপাত্র দাবিদার কামরুল হাসান নাসিম। অর্থবহ কাউন্সিল করার ঘোষণা দিলেন তিনি। তবে কাউন্সিলের সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি তিনি। সংবাদ সম্মেলনে অবশ্য অন্য কাউকে দেখা যায়নি। তাহলে কি তিনি একাই বিএনপি পুনর্গঠন করতে চান- এমন প্রশ্ন রয়েছে।
নাসিম বলেন, বিএনপিতে অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় বিপ্লব সংঘটিত হবে। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালতের রায় অনুযায়ী যেকোনো সময় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসবে। আদালত বসার পরই কাউন্সিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কামরুল হাসান নাসিম বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানমুক্ত বিএনপি করতে হবে। দলে জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠায় যা করা দরকার তাই করা হবে।
গত ২৬ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালত’ বসান কামরুল হাসান নাসিম। ওই আদালত থেকে দলীয় সংবিধান (গঠনতন্ত্র) স্থগিত এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসানোর রায় দেয়া হয়।
সে অনুযায়ী, দুবার চেষ্টা করেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উচ্চ আদালত বসাতে পারেননি তিনি।
কাউন্সিল প্রসঙ্গে কামরুল হাসান নাসিম বলেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত বসবেই। আমি সেখানে বাদীর ভূমিকায় থাকতে চাইব। বিচারক হিসেবে থাকবেন বিএনপির গেল ২০ বছরের কাউন্সিলররা (৫০ হাজার থেকে ৫৫ হাজার)।
তিনি বলেন, তারাই দলের নেতৃত্ব নির্ধারণ ও দলকে পুনর্গঠন করবেন। ওই আদালতের পরিক্রমা চলবে ৭ দিন ১৭ ঘণ্টা। এরপর বিচারকরা (জনতা-কাউন্সিলর) দলের গঠনতন্ত্র স্থগিত করার নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এরপর নির্বাচন কমিশন ঘোষিত দলের গঠনতন্ত্র স্থগিত করার পরবর্তী ৯০ দিনের মধ্যে অর্থবহ কাউন্সিল করা হবে।
কামরুল হাসান নাসিম নিজেকে বিএনপি পুনর্গঠনের মুখপাত্র দাবি করলেও সংবাদ সম্মেলনে দলটির কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম