ঢাকা : গতকাল সোমবার রাজধানীর বেইলী রোড়ে ৬ তলা থেকে ফেলে দেয়া এক নবজাতককে উদ্ধারের ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার মিরপুরের মধ্যমণিপুর এলাকার টয়লেট থেকে এক নবজাতকের মাথা উদ্ধার করেছে পুলিশ। পরে তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মঙ্গলবার বেলা দুইটার দিকে মধ্যমণিপুরের খলিল মিয়ার বস্তির এক টয়লেট থেকে মাথাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক যুবতীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মণিপুরের খলিল মিয়ার বস্তি থেকে নবজাতকের মাথাটি উদ্ধার করা হয়। শিশুটি সোনিয়া (১৮) নামের এক পোশাকশ্রমিকের সন্তান বলে জানা গেছে। সে ওই বস্তিতে তার বোনের সঙ্গে ভাড়ায় থাকে। সোনিয়াকে আটক করেছে পুলিশ।
সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানায়, জামাল নামের এক যুবকের সঙ্গে সোনিয়ার সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে নবজাতকের জন্ম। সোমবার রাতে নবজাতকটি ভূমিষ্ঠ হয়।
সোনিয়ার দাবি, প্রসবের সময় নবজাতকের মাথা বের হয়ে আসে। দেহের বিষয়ে সে কিছু জানে না বলে জানায়।
গতকাল সোমবার বেইলী রোডের ছয় তলা থেকে ফেলে দেয়ার ঘটনায় বিউটি আক্তার (১৬) নামের এক কিশোরীকে সনাক্ত করে পুলিশ। পরে এ ঘটনা স্বীকার করলে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতকটি আদ্ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম