নিউজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের কবিরা জড়ো হচ্ছেন আজ ঢাকায়। বাংলাদেশের কবিদের পাশাপাশি কবিতা পাঠ করবেন স্লোভাকিয়া, মরক্কো, সুইডেন, চীন, তাইওয়ান, যুক্তরাজ্য, ভারতের কবিরা।
অমর একুশে গ্রন্থমেলা ও বাংলা একাডেমির হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ বুধবার একাডেমিতেও দিনব্যাপী আন্তর্জাতিক কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে।
একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সকাল ১০টা থেকে উৎসবের প্রথম অধিবেশন। এতে বাংলা ও বিশ্বকবিতা বিষয়ে প্রবন্ধ পাঠ করবেন ব্রিটিশ কবি ও জীবনানন্দ গবেষক জো উইন্টার এবং বাংলাদেশের কবি মুহম্মদ নূরুল হুদা।
কবিতাপাঠে অংশ নেবেন— ব্যাংক্ট বার্গ, মিলান রিচার্ড, ড. বেনাইছা বহুমালা, জাকারিয়া বহুমালা, ড. লি ফো আর, লি রো ইয়াং, ড. ফাং ইয়াও চিয়েন, তাই চি চৌ, চেন সিউ জেন, কবি আসাদ চৌধুরী, রুবী রহমান, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, রবিউল হুসাইন, কাজী রোজী, আনোয়ারা সৈয়দ হক, আমিনুর রহমান। সভাপতিত্ব করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সঞ্চালনা করবেন কবি আসাদ চৌধুরী ও কায়সার হক।
বিকেল ৪টায় মেলার মূল মঞ্চে কবিতা উৎসবের দ্বিতীয় অধিবেশনে কবিতা পাঠে অংশ নেবেন— কবি আলতাফ হোসেন, মুহম্মদ নূরুল হুদা, হেলাল হাফিজ, শিহাব সরকার, কামাল চৌধুরী, অসীম সাহা, নাসির আহমেদ, সানাউল হক খান, জাহিদুল হক, আসলাম সানী, রেজাউদ্দিন স্টালিন, তারিক সুজাত, আমিনুর রহমান সুলতান, শামীম রেজা, সরকার আমিন, ওবায়েদ আকাশ, টোকন ঠাকুর, আলফ্রেড খোকন, পিয়াস মজিদ।
সভাপতিত্ব করবেন হাবীবুল্লাহ সিরাজী। এ অধিবেশন সঞ্চালনা করবেন কবি মুহাম্মদ সামাদ।
০৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস