এমটিনিউজ ডেস্ক : পাইপলাইনের কাজের জন্য বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ৪ ঘণ্টা রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না। উত্তরখান, দক্ষিণখান, উত্তরার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আরও বেশ কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
তিতাস জানায়, সোনারগাঁও-জনপদ রেল ক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজ চলবে। এ জন্য আগামী ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা পুরো উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ নম্বর সেক্টর ও উত্তরা ৮ নম্বর সেক্টরে সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া উত্তরা ২ নম্বর সেক্টর ও উত্তরা ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।