নিউজ ডেস্ক : ছাত্র হত্যা মামলায়আগামী ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া এবং তিন থেকে চার মাসের মধ্যে বিচারকাজ সম্পন্ন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
ঢাকার কেরানীগঞ্জে হত্যাকান্ডের শিকার পঞ্চম শ্রেণির ছাত্র মো. আবদুল্লাহর বাড়ি রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামে গিয়ে বুধবার সকালে তার বাবা-মা ও স্বজনদের বিচার দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন স্থানীয় এই সংসদ সদস্য।
এর আগে সকাল থেকে ঘটনার মূল হোতা হিসেবে সন্দেহভাজন মোতাহারকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে এলাকাবাসী।
এর আগে, শুক্রবার থেকে পঞ্চম শ্রেণির ছাত্র মো. আবদুল্লাহ (১১) নিখোঁজ ছিল। তাকে খুঁজতে থানা-পুলিশ হয়েছে। একপর্যায়ে মুঠোফোনে তাকে অপহরণের দাবি করে দুই দফায় দুই লাখ টাকা নেয় অপহরণকারীরা।
এরপরও শিশুটিকে ফেরত দেয়নি তারা। গতকাল মঙ্গলবার আবদুল্লাহদের বাড়ির মাত্র ১০০ গজ পশ্চিমে মোতাহার হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে প্লাস্টিকের ড্রামে ভরা আবদুল্লাহর গলিত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে মোতাহার পলাতক।
এ সময় উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ, ঢাকার জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ, কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মো. ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।
আবদুল্লার মা রিনা বেগম ও বাবা বাদল মিয়া মন্ত্রীর কাছে ছেলে হত্যার বিচার চান এবং অবিলম্বে মোতাহারকে গ্রেপ্তারের দাবি জানান।
০৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস