কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় প্রায় আট বছর আগে বড় বোনকে হত্যার দায়ে ছোট ভাইয়ের নামে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় ওই হত্যাকারী ছোট ভাই নুরুল আমিনকে (৩৬) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে
বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।
তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই আসামি মায়ের মৃত্যুর মিথ্যা তথ্যে জানিয়ে জামিন নিয়ে সাত বছর ধরে পলাতক রয়েছেন।
উল্লেখ্য, চকরিয়ার উমাখালী এলাকায় ২০০৮ সালের ২৬ নভেম্বর ভাগ্নের সঙ্গে ঝগড়ার জের ধরে বড় বোন জাহানারা বেগমকে কুপিয়ে হত্যা করেন নুরুল আমিন। এ ঘটনায় জাহানারার মেয়ে কোহিনূর তার মামা নুরুল আমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম