ফেনী: স্কুলছাত্রী অপহরণের দায়ে ফেনীতে রুবেল নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নিলুফার সুলতানা এ আদেশ দেন। জামিনে থাকা আসামি রুবেল এ সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জেলার দাগনভুঞা পৌরসভার বাসিন্দা ও স্থানীয় বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৩) বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে রুবেল অপহরণ করেন। ২০০৮ সালের ১২ জানুয়ারি এ অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম