এমটিনিউজ২৪ ডেস্ক : যারা পাসপোর্ট করতে চান, তাদের জন্য বড় সুখবর! স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পাসপোর্ট অফিসে আবেদনকারীদের জন্য দক্ষ সেবা নিশ্চিত করতে ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। রোববার রাজধানীর আফতাবনগরে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব (আফতাবনগর) ও ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) এবং পাসপোর্ট অফিস (কল সেন্টার) উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
নতুন উদ্বোধন হওয়া পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন দুটি অফিসের সুবিধা পাবেন মানুষ। কর্মকর্তাদের সেবা নিশ্চিত করতে বলেছেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তোলা হবে। এই ঘোষণার পর থেকে, আমরা এমআরপি পাসপোর্ট দেওয়ার উদ্যোগ নিয়েছি। এমআরপি দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। সব বাধা অতিক্রম করে, এমআরপি চালু করা হয়েছিল। তারপর আমরা ই-পাসপোর্টের জগতে পা রাখি। আমাদের পাসপোর্টের মান এছাড়াও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আগে যেমন আমাদের পাসপোর্টের মান নিম্নমুখী ছিল, এখন তা ধীরে ধীরে উন্নতি করছে এবং উপরের দিকে যাচ্ছে। আমাদের পাসপোর্ট ইতিমধ্যেই বিশ্বমানের স্বীকৃত পেয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি। ই-পাসপোর্ট এবং ই-গেট অফ ইমিগ্রেশন স্মার্ট বাংলাদেশের ইঙ্গিত বহন করছে। খুব শীঘ্রই ই-ভিসাও চালু হতে যাচ্ছে। সিভিল এভিয়েশন প্যাসেঞ্জার অ্যাডভান্স ইনফরমেশন সার্ভিস চালু করবে। এটি চালু হলে একজন যাত্রী টিকিট কিনলে আমরা জানতে পারব কে বাংলাদেশে আসছেন বা কারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন।’
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, ঢাকা-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সাদেক খান।