ঢাকা: বিএনপি চেয়ারপারসান বেগম খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহের কিছু নেই। বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই বরং তার বিরুদ্ধে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন একটি মামলা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।
বুধবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের এক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
এ সময় ফারুক বলেন, সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এদের সংসদ, নির্বাচন, কার্যকলাপ সবকিছুই অবৈধ। আর এই অবৈধ সরকার বেগম জিয়াকে হয়রানি করতে নানা ষড়যন্ত্র করছে।
তবে যতই ষড়যন্ত্র করুক না কেন খালেদা জিয়া ভাঙবেনও না মচকাবেনও না বলে মন্তব্য করেন তিনি।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম