ঠাকুরগাঁও: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘সরকার দেশের অব্যবহৃত বিমানবন্দর চালুর পরিকল্পনা করছে। সে কারণে আমি দেশের বিভিন্ন বিমান বন্দর পরিদর্শন করছি। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। আমি আশা করছি আগামী ১ বছরের মধ্যে এই বিমানবন্দর চালু করা সম্ভব।
বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জ এলাকায় বিমান বন্দর পরিদর্শন শেষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ আগামী এক বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালুর লক্ষ্যে বিমানবন্দরটির পরিদর্শনের রির্পোট আগামী ৩ মাসের মধ্যে পেশ করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরে সব বিমানবন্দর নিয়ে কাজ শুরু করেছি। সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমান বন্দর করার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। পঞ্চগড় স্থলবন্দর চালু হলে এ এলাকায় বিমান লাভবান হবে বলে আমি আশা করছি।’
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম