রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৩৬:০২

ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ঢাকা

ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ঢাকা

এমটিনিউজ২৪ ডেস্ক : ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকা। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। এছাড়া ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ময়মনসিংহ জেলা। ভূমিকম্পের উৎপত্তিস্থল মুক্তাগাছ জেলা।

রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ময়মনসিংহ জেলার ভূমিকম্পের উৎপত্তিস্থল মুক্তাগাছ।

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে