নিউজ ডেস্ক : ‘বিচারপতিদের অবসরের পর রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী’- প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এ মন্তব্যকে সমর্থন করেছেন যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। এজন্য প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
একইসঙ্গে তার বাবার বিরুদ্ধে লেখা রায় বাতিলের দাবিও করেছেন। তিনি বলেছেন, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন অবসরের প্রায় ১৫ মাস পর এবং আপিল বিভাগের আরেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন মানিক অবসরে যাওয়ার প্রায় ৩/৪ মাস পর সাঈদীর বিরুদ্ধে রায়ে স্বাক্ষর করেন।
সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাসে প্রধান বিচারপতির বক্তব্যের সমর্থনে এ মন্তব্য ও দাবি করেছেন তিনি।
মাসুদ সাঈদী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অভিনন্দন মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আপনাকে। অবসরপ্রপ্ত বিচারপতিরা রায় লিখতে পারবেন না, আপনার এই বক্তব্যই সঠিক। আপিল বিভাগের সাবেক শাচৌ মানিককে (শামসুদ্দিন চৌধুরী মানিক) আর কোনো রায় লিখতে দিবেন না আপনি, এটাও আপনার সঠিক সিদ্ধান্ত।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক অবসরে যাওয়ার পর অবৈধভাবে ত্রয়োদশ সংশোধনীর যে রায় লিখেছেন এটাও বাতিল করুন। একইভাবে সাবেক বিচারক শাচৌ মানিক অবসরে থাকাকালীন সময়ে অবৈধভাবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় লিখেছেন, তাও অবৈধ, দয়া করে সেটাও বাতিল করুন।
সংবিধান সমুন্নত রাখার স্বার্থে এভাবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের লেখা যত রায় আছে ১৫তম, ১৩তম, ৫ম, ৭ম সংশোধনী মামলার রায়, মাজদার হোসেন মামলার রায়সহ সব বাতিল করুন। যেসব ত্রুটিপূর্ণ অবৈধ রায় পাওয়া যাবে, সব বাতিল করে পুনরায় বিচারের ব্যবস্থা করুন।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাঈদীর রায় প্রসঙ্গে বলেন, নিজ নিজ স্বার্থের জন্যই প্রধান বিচারপতির বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। সময় হলে সব বিতর্ক স্পষ্ট হয়ে যাবে।
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম