নিউজ ডেস্ক : ৬ তলা থেকে ফেলে দেয়ার পরও বেঁচে আছে নবজাতকটি। তাকে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেই সন্তানকে কাছে পেতে এখন ব্যাকুল মা বিউটি আক্তার। সন্তানকে ফিরে পেতে অধীর আগ্রহে চেয়ে আছেন তিনি।
বাঁ হাত ভেঙে গেলেও নবজাতকটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনের ছয়তলা থেকে সোমবার সকালে জন্মের পরই নবজাতককে ফেলে দেন মা বিউটি আক্তার। ওই বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি। দুলাভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের ফলে জন্ম হয় শিশুটির। এ কথা বিউটি আক্তার নিজেই জানিয়েছেন।
কুমিল্লায় বড় বোনের বাসায় বেড়াতে গিয়ে দুলাভাই নীরবের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বিউটি। দুলাভাইয়ের সঙ্গে সম্পর্কের ফলে বিউটি আক্তার সন্তান সম্ভবা হয়ে পড়েন। গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বেইলি রোডের ওই বাসায় একটি ছেলেসন্তানের জন্ম দেন তিনি। জানাজানি হওয়ার ভয়ে নবজাতককে ৬তলার ওপর থেকে নিচে ফেলে দেন বিউটি আক্তার।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) বেডে শুয়ে আছেন মা বিউটি আক্তার। সন্তানকে ছয়তলা থেকে ফেলে দেয়া ভুল সিদ্ধান্ত ছিল বলে অনুতপ্ত বিউটি। নিজের সন্তানকে ফিরে পেতে চান তিনি। সাংবাদিকদের এমনই জানিয়েছেন তিনি।
ডা. বিলকিস বেগম জানান, বিউটির বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। তার আগেই সন্তান ধারণ করতে হয়েছে। এ কারণে তার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সে চাইলে নিয়মমাফিক সন্তান ফিরে পাবে। মায়ের কোলের চেয়ে সন্তানের নিরাপদ স্থান নেই। এ জন্য তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।
এর আগে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছিল নবজাতকটি। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। নবজাতকটিকে ‘বেবি অফ আদ-দ্বীন’ নামে ডাকা হতো।
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম