নিউজ ডেস্ক : অবশেষে সোর্স নিয়োগ করে নেপাল থেকে উদ্ধার করা হয়েছে বংলাদেশী সেই অপহৃত যুবককে। বুধবার বিকেলে তাকে উদ্ধার করা হয়। তবে পুলিশ তাকে উদ্ধারের পর গ্রেপ্তার দেখিয়েছে। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে পাঁচ অপহরণকারীকে। ভারতের শিলিগুড়ি থানা পুলিশ কমিসনারেট এই অভিযাণ চালায়।
তবে অপহরণকারীদের সঙ্গে অপহৃত ওই বাংলাদেশী যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। কারণ বৈধ ভিসা-পাসপোর্ট ছাড়াই এদেশে ঢুকেছিল বাংলাদেশের সে যুবকটি।
জানা গেছে, দালালচক্রের দেওয়া চাকরির প্রলোভনের ফাঁদে পা দিয়ে ২৩ বছরের ওই বাংলাদেশি যুবক বিনা পাসপোর্ট-ভিসাতেই শিলিগুড়ি হয়ে নেপাল পৌঁছন। ১৭ই জানুয়ারি নেপালেই ওই বাংলাদেশি যুবককে অপহরণ করা হয়।
অপহরেণর পরে ওই যুবককে শিলিগুড়ির মাটিগাড়া থানার পাঁচকেলগুড়ি এলাকায় নিয়ে আসা হয়। সেখান থেকেই মুক্তিপণ চেয়ে একাধিকবার বাংলাদেশের ময়মনসিংহ-এ ফোন করতে থাকে অপহরণকারীরা। খবর পেয়ে পুলিশ খোঁজখবর শুরু করে।
ধৃতদের মধ্যে একজন নেপালের বাসিন্দা হলেও বাকি চারজনই শিলিগুড়ির বাসিন্দা। মুক্তিপণ হিসেবে অপহৃতের বাড়ির লোকের থেকে ৫ লক্ষ টাকা দাবি করেছিল অপহরণকারীরা।
ধৃতদের নাম পঙ্কজ রায়, অর্জুন শাহ, সঞ্জয় চৌধুরী, এম ডি সাগর এবং সুশান্ত মাহাতো। ধৃতদের কাছ থেকে জাল নোটও পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে মোট তিনটি মামলা করা হয়েছে। আজ বৃহষ্পতিবার তাদের আদালতে তোলা হবে।-এবেলা
৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন