চট্টগ্রাম: বিক্ষোভের পর এবার সরকার দলীয় সেই এমপির বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে। এর আগে তার বিতর্কিত কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে স্থানীয় জনগণ। তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে এমপি এমএ লতিফের বিরুদ্ধে এই মামলা করেছেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে তিনি মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করায় সাইফুদ্দিন আহমেদ ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মামলাটি দায়ের করেছেন।
তিনি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে উপ পুলিশ কমিশনার মর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস