ঢাকা: এপিডারমোডিসপ্লাসিয়া ভারিসিফরমিস (বৃক্ষ মানব) রোগে আক্রান্ত খুলনার আবুল বাজানদারকে দেখতে আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রীকে দেখে আবুল বাজানদার এ সময় কেঁদেফেলেন। আবুল বাজানদারের ভয়ানক এই অবস্থা দেখে মন্ত্রীও এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন।
মন্ত্রীর দিকে তাকিয়ে আবুল বাজানদার বলেন, ‘স্যার আমারে বাঁচান, আমার জন্য যা করতাছেন, আমি জীবনেও ভুলুম না।’
আবুলের মা আমেনা বেগম মন্ত্রীর হাত ধরে বলতে থাকেন- ‘আমার বাবারে ভাল কইরা দেন’।
এসময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘চিন্তা করবে না, তোমার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আছে। তিনি আমাকে পাঠিয়েছেন তোমার জন্য সবকিছুর ব্যবস্থা করতে।’
এরপর তিনি বার্ন ইউনিটের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমি নিজেই আবুলকে দেখে ভয় পেয়ে গেছি। তাকে দেখে মনে হচ্ছিল- এ আমি কার সঙ্গে কথা বলছি, কাকে দেখছি। কীভাবে সে এতোটা বছর এসব নিয়ে থেকেছে? বিষয়টি বড়ই কষ্টের।’
চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশবিদেশ- যেখান থেকেই হোক, আপনারা আবুলের সুচিকিৎসার উপায় বের করুন। আবুলের সমস্ত খরচ সরকার বহন করবে।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম