ঢাকা: দলের এক সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বৃহস্পতিবার সকালে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, তিনি যখন মঞ্চে বসা, তখন স্ত্রী রওশন ফোন দিয়েছিলেন। রওশন ফোনে জানতে চেয়েছেন, তিনি এখন কোথায়? জবাবে এরশাদ জানান, তিনি গুলশানে দলের একটি সংবর্ধনা অনুষ্ঠানে আছেন। শুনে রওশন তাঁকে বলেছেন, ‘আমাকে নিলে না কেন?’
বর্তমানে এরশাদ ও রওশন এরশাদের মধ্যে কোন দুরুত্বের সৃষ্টি হয়নি সম্ভবত এটা বুঝাতেই এরশাদ নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন। এরশাদ যখন মিষ্টি হাসিতে রওশনের সঙ্গে কথোপকথনের কথা বলছিলেন, তখন নেতা-কর্মীদের হাততালি ও স্লোগান দিতে দেখা যায়।
দলের নবনিযুক্ত কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সংবর্ধনা দিতে জাপার ঢাকা উত্তর কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম