এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে রেকর্ড দামের পর লাখের নিচে নেমে আসা স্বর্ণের দাম আরও কমেছে। এই দফায় ভরিপ্রতি এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ভালো মানের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৪৪ টাকা। নতুন এই দর আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।
চার দিন আগে সর্বশেষ দর নির্ধারণের পর আজ মঙ্গলবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে আবারও স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে সবশেষ গত ৩০ সেপ্টেম্বর এক হাজার ৭৫০ টাকা কমিয়ে ভালো মানের তথা ২২ ক্যারটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৮ হাজার ২১১ টাকা নির্ধারণ করা হয়েছিল।