ঢাকা: এবার রাজধানীবাসীকে দারুণ এক সুখবর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী মাসের শেষ সপ্তাহেই মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন।’
বিআরটিএর অভিযান বিষয়ে মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্তি ভাড়া আদায় করা হলে আপনারা আমাদের জানাবেন। আমরা বাসচালক ও মালিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিবো।
অভিযানে আসা কলামিস্ট আবুল মকসুদ বলেন, ‘গণপরিবহনের সংকট দূর করার জন্য সরকার নিয়ন্ত্রিত (বিআরটিসি) বাসের সংখ্যা বাড়াতে হবে।’
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম