বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:০২:৫৩

বাঁচলেন না পুলিশের ফুটন্ত তেলে দগ্ধ সেই চা বিক্রেতা

বাঁচলেন না পুলিশের ফুটন্ত তেলে দগ্ধ সেই চা বিক্রেতা

ঢাকা : বাঁচলেন না পুলিশের দেয়া আগুনে দগ্ধ সেই চা বিক্রেতা।  রাজধানীর মিরপুরে চাঁদা না পেয়ে পুলিশের দেয়া আগুনে দগ্ধ চা-বিক্রেতা বাবুল মাতাব্বার (৪৫) মারা গেছেন।

গতকাল বুধবার দেলোয়ার নামে এক পুলিশ সদস্য চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে জ্বলন্ত চুলায় লাঠি দিয়ে আঘাত করলে তেল ছিটকে দগ্ধ হন বাবুল।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।  তার শরীরের ৯৫ শতাংশই দগ্ধ হয়েছিল।

স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহ আলী থানাধীন মিরপুর-১ বেড়িবাঁধ কিংশুক সমিতির গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে বাবুলের ছেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

বাবুলের ছেলে রাজু জানান, কনস্টেবল দেলোয়ার পুলিশের এক সোর্সকে নিয়ে ফুটপাতে তার দোকানে এসে চাঁদা দাবি করেন।  এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে দোকানের চুলায় সজোরে আঘাত করেন তিনি।  এতে ফুটন্ত তেল ছিটকে দগ্ধ হন তিনি।
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে