বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩, ০৬:৪৪:০৭

গত ৩০ বছরে তিস্তা পাড়ের মানুষ এমন কাঁদা পানি দেখেননি!

গত ৩০ বছরে তিস্তা পাড়ের মানুষ এমন কাঁদা পানি দেখেননি!

এমটিনিউজ২৪ ডেস্ক : কুড়িগ্রামের তিস্তা নদীতে কয়েক ঘণ্টার ব্যবধানে কমেছে উজান থেকে নেমে আসা ঢলের পানি। এরই মধ্যে ২০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটারে নেমেছে পানি।

তবে এখন নদীতে প্রবাহিত হচ্ছে কাঁদা পানি। গত ৩০ বছরে তিস্তা পাড়ের মানুষ এমন কাঁদা পানি দেখেননি বলে জানা গেছে স্থানীয় সূত্রে। এখন পানি কমতে থাকায় কিছুটা স্বস্তি পাচ্ছেন নদী পাড়ের মানুষ। 

স্থানীয়রা বলছেন, ৩০ বছর পর এবার তিস্তায় কাঁদা পানি দেখা গেছে। ফলে নদীর ওপরের জমিতে পলিমাটি জমবে। বন্যার পানি শুকিয়ে যাবার পরও জমিতে পলিমাটি থেকে যাবে। এর কারণে চরে বিভিন্ন ফসলি জমির সংখ্য্যা বৃদ্ধি পাবে। এতে করে এবার আবাদ ভালো হওয়ার সম্ভাবনা দেখছেন চরাঞ্চলের কৃষকরা। 

উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের চাপড়ার পাড়ের জাহাঙ্গীর আলম বলেন, ভারত থেকে আসা নোংরা পানির কারণে কাঁদায় ভরে গেছে তিস্তার পানি। গত ৩০ বছরে তিস্তায় এমন কাঁদা পানি দেখিনি। পানি হাতে নেওয়ার পর মনে হয় হাতে সব কাঁদা। এই পানি গায়ে লাগলে পানিবাহিত রোগ হওয়ার সম্ভবনা রয়েছে। 

একই এলাকার আব্দুল গফফার বলেন, এবার কাঁদা পানির কারণে বিভিন্ন জমিতে পলি পড়বে। এ কারণে বন্যার পর ভালো আবাদ হবার সম্ভাবনা রয়েছে। তবে ৬-৭ দিনের মধ্যে পানি নেমে না গেলে বন্যার আগের লাগানো আমন ধান ক্ষতিগ্রস্থ হবে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কয়েক ঘণ্টার ব্যবধানে কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকালের দিকে একই পয়েন্টে ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তিস্তার পানি। 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত বৃষ্টিপাত থেমে থেমে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার বৃষ্টিপাত কমে স্বাভাবিক হতে পারে। 
 
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, তিস্তার পানি কমতে শুরু করছে। তবে ৫-৬ ঘণ্টা পর আবার তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। পরে পানি বৃদ্ধি পেলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে