ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেরিতে হলেও জাতীয় পার্টিতে নতুন আশার আলো দেখতে পাচ্ছি।
বৃহস্পতিবার দুপুরে গুলশানে একটি সেমিনার হলে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দলটির নবনিযুক্ত কো-চেয়ারম্যান ও মহাসচিবকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরশাদ বলেন, একটি ঘোষণা মানুষের মনে আশার সঞ্চার করেছে। দেরিতে হলেও জাতীয় পার্টিতে নতুন আশার আলো দেখতে পারছি। আমার ভাইয়ের বক্তব্য আমি শুনলাম। তার কথার মধ্যে আমি আশার আলো দেখতি পাচ্ছি।
তিনি বলেন, আমার মনে হচ্ছে, আগামীদিনে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার পথ সুগম হচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা এরশাদকে বলেন, আপনারা জি এম কাদের ও রহুল আমিন হাওলাদার পাশে থাকবেন। দুজন মিলে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছি।
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম