এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী আত্মহত্যা করেছেন। তার নাম মো. ইমরান (৪৫)। তিনি ট্রান্সমিটারের ব্যবসা করতেন। তার স্ত্রীর নাম লাইলী বেগম
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রয়েছে।
মৃতের ফুপাতো ভাই আল আমিন বলেন, ‘গত মাসের শেষের দিকে স্ত্রী লাইলী বেগম তিন সন্তান নিয়ে কুমিল্লায় তার বাবার বাড়ি চলে যান। সম্প্রতি লাইলী ইমরানকে তালাক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
এমন সংবাদ শুনে রবিবার (৮ অক্টোবর) ইমরান খালি বাসায় ফ্যানের সাথে ফাঁস নেন। ওই দিন দুপুরে পুলিশ সংবাদ পেয়ে তার স্বজনদের সংবাদ দিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢামেক মর্গে পাঠায়।
আল-আমিন অভিযোগ করে বলেন, ‘লাইলীর কারণে আমার ভাই আত্মহত্যা করেছেন। ভাই তার সকল উপার্জন তার স্ত্রীর কাছে দিতেন। অথচ তাকে ফেলে চলে গিয়ে তালাকের হুমকি দেয় লাইলী। এসব সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন।
ভোলা জেলার লালমোহন উপজেলার চরবুতা গ্রামের মো. খলিল মিয়ার ছেলে ইমরান। তিনি খিলগাঁও নেওয়াজ বাগ থাকতেন।