বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৪৮:০৮

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে সাবধান!

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে সাবধান!

নিউজ ডেস্ক : এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সাবধান! সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অপপ্রচার চালালে ১৪ বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা জরিমানা করা হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে।

 বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকসহ অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে জড়িতদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হবে।  এর দায়ে ১৪ বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে।


অন্য কোনোভাবে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চালানো হলে পাবলিক পরীক্ষা আইনে ৪ বছর পর্যন্ত জেল ও জরিমানা করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ফেসবুকে প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো হলে তা  গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানানো যাবে।  এজন্য ডিসি, ডিবিকে (০১৭১১৬০৫১৪৪) অভিযোগ করা যাবে।

পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।  কন্ট্রোল রুমের ফোন নং-৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬।
৪ ফ্রেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে