রেজাউল করিম রেজা, বিশেষ প্রতিনিধি: প্রতিদিন বিকাশ করতে গিয়ে প্রতারণার স্বীকার হচ্ছে মানুষ। সক্রিয় প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন তারা। কখনো সাধারণ মানুষকে লাখ টাকার পুরস্কারের লোভ দেখিয়ে, কখনো জিনের বাদশা সেজে, কখনো ক্যাশ ইন-এর এসএমএস ফরওয়ার্ড করে হাতিয়ে নিচ্ছে মানুষের কষ্টের উপার্জিত টাকা।
এমন একটি চক্র সক্রিয় রয়েছে যারা বিকাশ গ্রাহকের ব্যালান্স মনিটরিং করে। বিকাশ ব্যালান্সে কোন গ্রাহক কি পরিমাণ ক্যাশ ইন করে তার একটু পরেই একটি ফোন আসে।
সালাম দিয়ে বলে, আমি বিকাশ এজেন্টের দোকান থেকে বলছি, যেখান থেকে একটু আগে আপনি ক্যাশ ই করেছেন। আপনার বিকাশ-এর অ্যাকাউন্টে ভুলে কিছু টাকা চলে গাছে। দয়া করে যদি একটু এই নাম্বারে সেন্ড করে দিতেন।
তখন সহজ সরল গ্রাহক ইনবক্স-এ আসা এসএমএস দেখে তা বিশ্বাস করে সেন্ড মানি করে দেখে তার মূল অ্যাকাউন্ট-এর টাকা আগে যা ছিল তাও চলে গেছে। ভুল বুঝতে পেরে যখন in coming call-এর নাম্বারে ফোন back করে তখন ওই প্রতারক ফোনটি অফ করে ফেলে।
ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সন্দেহ, কি করে প্রতারকরা জানতে পারে bkash-এর account-এ কত টাকা আছে, কত cash in হয়েছে এবং কখন কোন দোকান থেকে পাঠিয়েছে।
এতে হয়তো bkash-এর কোনো অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকতে পারে বলে মনে করেন ফাঁদে পড়া গ্রাহকরা। help line/care-এ যোগাযোগ করেও কোনো প্রতিকার পায়নি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
এ ব্যাপারে সিনিয়র বিকাশ কর্মকর্তা জাহিরুল ইসলামের সাথে কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন।
৪ ফ্রেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম