শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৫১:৩১

এ মাসেই বাড়ছে রেলের ভাড়া

এ মাসেই বাড়ছে রেলের ভাড়া

সাইদুল ইসলাম : তিন বছর পর এবার রেলের ৭.২৩ শতাংশ ভাড়া বাড়ছে, যা চলতি মাসেই কার্যকর হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত অনুমোদনের পর তা মন্ত্রণালয়ে এসেছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এর আগে রেলপথ মন্ত্রণালয় ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

রেল পরিচালনায় ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় এ বছর ব্যয় প্রায় ৪৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তবে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি, রক্ষণাবেক্ষণ, দ্রব্যমূল্যসহ বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধির কারণে প্রতি বছর ভাড়া বাড়বে বলে জানান রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা।

রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ফিরোজ সালাহ্উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো প্রস্তাবটি মন্ত্রণালয়ে এসেছে কিনা নিশ্চিত করে বলতে পারছি না। তবে আসার পর যত দ্রুত সম্ভব নতুন ভাড়া কার্যকর করা হবে। সব ঠিক থাকলে চলতি মাসেই ভাড়া কার্যকর হতে পারে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অপারেশন) হাবিবুর রহমান বলেন, ব্যয় অনুপাতে ভাড়া বাড়ানো হলেও যাত্রীদের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। -বিডি প্রতিদিন
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে