বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১০:৩৩:০৯

প্রধানমন্ত্রীকে ব্রাজিলের জার্সি উপহার দিলেন রোনালদিনহো

প্রধানমন্ত্রীকে ব্রাজিলের জার্সি উপহার দিলেন রোনালদিনহো

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গণভবনে সাক্ষাৎ করে ব্রাজিলের জার্সি উপহার দিয়েছেন কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।

এর আগে বুধবার বিকালে কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি।

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ শেষে হোটেল রেডিসনে ফিরেন রোনালদিনহো। সেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

রাজধানীর হোটেল রেডিসনে আয়োজকদের মূল অনুষ্ঠানে নির্বাচিত কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়। এই সফরে সাধারণ দর্শকরা রোনালদিনহোকে দেখার সুযোগ পাননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে