বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ১০:২৯:২৭

দুই বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দুই বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও রংপুর ও রাজশাহী বিভাগে আজ বৃহস্পতিবার হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গতকাল বলেন, মৌসুমি বায়ুর বিদায়ের পর এ রকম হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

এ ছাড়া বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এটি তৈরি হলে শনিবারের পর দেশে বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মূলত এর প্রভাবেই শনিবারের পর দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে