নিউজ ডেস্ক : পানি বণ্টনের বিষয়ে ঢাকা-দিল্লি শিগগির সমাধানে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দেশটি সফরে থাকা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি গতকাল তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রাত ৯টা ২৫ মিনিটে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে তার দেশ। নয়া দিল্লি বৈঠকে দুই নেতা সাব-রিজিওনাল মেকানিজমের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কানেকটিভিটি ও হাইড্রো পাওয়ার প্রজেক্টে সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতের সবরকম সহযোগিতা দিয়ে যাবে। সন্ত্রাস দমনে বলিষ্ঠ ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনা সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেবে ভারত।’
প্রত্যেক প্ল্যাটফর্মে শেখ হাসিনা সরকারকে সহযোগিতার অঙ্গীকারও করে সুষমা স্বরাজ। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন তারা। ভারতের জয়পুরে কাউন্টার টেররিজম বিষয়ক এক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিয়ে প্রতিমন্ত্রী ভারত সফর করেন।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস