ব্রাহ্মণবাড়িয়া : তিন দিনের সাজা থেকে বাঁচতে এক বছর ধরে পালিয়ে থাকা মো. জনি মিয়া ওরফে হৃদয় (৩৬) নামে এক ব্যক্তিকে সোমবার দুপুরে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জনি মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের আব্দুল আলিমের ছেলে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে বন বিভাগের দায়ের করা মামলায় তিন দিনের কারাদণ্ড হয়।
প্রায় এক বছর আগে এ বিষয়ে রায় হওয়ার পর থেকেই তিনি পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। হৃদয়কে আদালতে পাঠানো হয়েছে।