রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ০৯:১০:৩৪

আদালতে মির্জা ফখরুল

 আদালতে মির্জা ফখরুল

এমটিনিউজ২৪ ডেস্ক : মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় (মামলা নং-১৯) গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয় তাঁকে। এ মামলায় ফখরুলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) রাতে তাঁকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

এদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে তাঁকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে