সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ০৮:১৮:২২

নিয়ন্ত্রণে বাবুরহাটের আগুন: পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান

নিয়ন্ত্রণে বাবুরহাটের আগুন: পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় রোববার (২৯ অক্টোবর) রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (২৯ আক্টোবর) মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার।

নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার রাত ১১টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পান তারা। এরপর ৭ মিনিটের মধ্যে প্রথম ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে আগুন নিয়ন্ত্রণে আনতে নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী, পূর্বাচল ও আড়াইহাজারের মোট ১১টি ইউনিট কাজ করতে থাকে। তবে বাজারের ভেতরের সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। ফলে আগুনের তীব্রতা বেড়ে যায়।

ফায়ার সার্ভিস ঢাকা সেন্ট্রাল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে