ঢাকা: এতো দিন যাত্রীরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়লেও এবার এক পুলিশ কনস্টেবল পড়েছেন এই খপ্পরে। শুক্রবার দুপুর দুইটার দিকে মো. জাবেদ (২৮) নামের এক পুলিশ কনস্টেবলকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জাবেদের প্যান্টের পকেটে থাকা পরিচয়পত্রে দেখা গেছে, তিনি চট্টগ্রাম মহানগর পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। শুক্রবার সকালে তাকে কমলাপুর রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিতার ট্রেন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানার পুলিশ। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাবেদের জ্ঞান ফেরেনি।
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম