শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:০৮:৪৪

‘পদ্মাপাড়ে গিয়ে আমি, পদ্মাপাড়ে লিখি’

‘পদ্মাপাড়ে গিয়ে আমি, পদ্মাপাড়ে লিখি’

ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি প্রায়ই পদ্মাপাড়ে যাই, সেখানে গিয়ে লিখি।  মাঝে মাঝে পদ্মাপাড়ে গিয়ে পদ্মার হাওয়া গায়ে লাগিয়ে লেখার অনুপ্রেরণা পান বলে মন্তব্য করেছেন তিনি।

৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৫টার দিকে অমর একুশে গ্রন্থমেলা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

গতবছর বইমেলায় সেতুমন্ত্রীর একটি উপন্যাস বেরিয়েছিল।  এবার বেরিয়েছে তার সাংবাদিকতা জীবন নিয়ে একটি বই।  বইটির নাম ‘যখন সাংবাদিক ছিলাম’।  চারুলিপি প্রকাশনী থেকে বেরিয়েছে বইটি।  শুক্রবার সেখানেই আসেন মন্ত্রী।  স্টলের ভেতর বসে তার বইয়ের ক্রেতাদের অটোগ্রাফ দেন।

সেতুমন্ত্রী বলেন, এ বই নতুন নয়, পুরনো লেখার নতুন মুখ।  আমি যখন সাংবাদিক ছিলাম তখন বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লিখতাম।  এগুলোরই একটি সংকলন।

১৯৮২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ওবায়দুল কাদের সাংবাদিকতা করতেন। ছিলেন দৈনিক বাংলার বাণীর সহকারী সম্পাদক।  ১৯৯৬ সালে ক্রীড়া, যুব ও সংস্কৃতিমন্ত্রী হলে সাংবাদিকতা ছেড়ে দেন তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, পদ্মাপাড়ের মানুষের জীবন নিয়ে লিখছি।  আজো এক পৃষ্ঠা লিখেছি।  পদ্মাপাড়ের মানুষের ভাঙা-গড়ার জীবন নিয়েই উপন্যাস।

পরে তিনি চারুলিপি প্রকাশনীর স্টলে বেশ কিছুক্ষণ সময় কাটান।  তাকে দেখে ভিড় জমে স্টলের সামনে।  অনেকে হাতও মেলান।  
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে