বুধবার, ০৮ নভেম্বর, ২০২৩, ১০:১৬:৩৬

স্বর্ণের দাম কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

স্বর্ণের দাম কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

এমটিনিউজ২৪ ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। বুধবার (৮ নভেম্বর) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সুদের হার অপরিবর্তিত রাখা কিংবা বাড়ানোর আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা। এর ফলে স্বর্ণের দাম কমেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৬৮ ডলার ০৯৮৮ সেন্টে। একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমাকর্ স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৭৩ ডলার ৫০ সেন্টে। এ ছাড়া একই দিনে ডলারের মান বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। যা স্বর্ণের মূল্য হ্রাসের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে।

গেইনসভিল কয়েনের প্রধান বাজার বিশ্লেষক এভারেট মিলম্যান বলেন, ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশার ভিত্তিতে স্বর্ণের দাম এই স্তরে নেমেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক যত দ্রুত তা কমাবে, ততই বুলিয়ন মার্কেটের জন্য শ্রেয় হবে।

সাধারণত সুদহার কমলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আবেদন বেড়ে যায়। এর ফলে দামও বৃদ্ধি পায়। আর সুদহার বাড়লে আকর্ষণ হারায় মূল্যবান ধাতুটির। ফলে দামও কমে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে