বৃহস্পতিবার, ০৯ নভেম্বর, ২০২৩, ০৩:৫২:৪০

এবার নামজারি আবেদন ফরম পূরণের আগে দিতে হবে কোর্ট ফি

এবার নামজারি আবেদন ফরম পূরণের আগে দিতে হবে কোর্ট ফি

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ১ ডিসেম্বর থেকে নামজারি আবেদন করার ক্ষেত্রে ফরম পূরণের আগে কোর্ট ফি পরিশোধ করতে হবে। 

ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। 

এতে বলা হয়, বর্তমানে মিউটেশন সিস্টেমে অনলাইনে নামজারি আবেদন ফরম পূরণ করার পর কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা মিলিয়ে সর্বমোট ৭০ টাকা একত্রে আবেদনকারীর কাছ থেকে নেওয়া হয়।

এতে আরও বলা হয়, মিউটেশন সিস্টেম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আবেদনকারীকে আলাদাভাবে প্রথমে অনলাইনে কোর্ট ফি বাবদ ২০ টাকা পরিশোধ করে নামজারি আবেদন ফরমটি ৭ দিনের মধ্যে পূরণ করতে হবে। 

আবেদন ফরম পূরণ সম্পন্ন হওয়ার পর নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা পরিশোধ করে ফরমটি অনলাইনে জমা করতে হবে বলেও পরিপত্রে জানানো হয়।  

পরিপত্রে বলা হয়, এটি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে