শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ০৮:৫৮:১০

নটর ডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন

নটর ডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মতিঝিল থানাধীন নটর ডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ নভেম্বর) রাত আটটা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত আটটা ২০ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে নটর ডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। ওই খবরের সাত মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ করছে। 

সবশেষ খবর অনুযায়ী বাসের নাম, হতাহত ও কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার (১২ নভেম্বর) থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে