সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১২:২০:০০

জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় বিএনপি: আকম মোজাম্মেল

জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় বিএনপি: আকম মোজাম্মেল

এমটিনিউজ২৪ ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেন, জামাত-বিএনপির দাবি শেখ হাসিনাকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। তাদের দাবি এই দেশে আসছে আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচন করা যাবে না। 

মানুষের যে ভোটের অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করতে চায় ভোটারদের। জনগণকে ভোট দিতে দিবে না। নতুন করে এখন আবার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় বিএনপি। জনগণ সচেতন ভোট দিয়ে আবার নৌকাকে জয়যুক্ত করবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

মন্ত্রী রোববার দুপুরে কালিয়াকৈর পৌরসভার চান্দরা উত্তরপাড়া ঈদগাহ মাঠে পৌরসভার সরকারি ৭ হাজার সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে ওইসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র খাত্তাব মোল্লা। প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিকদার মোশারফ, জেলা আওয়ামী লীগের নেতা আকবর আলী, লোকমান হোসেন, সিকদার জহিরুল ইসলাম জয়, আবুল কাশেম, মনোয়ার হোসেন রনি প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে