এমটিনিউজ২৪ ডেস্ক : বোমাসাদৃশ বস্তু দেখতে পেয়ে পুরান ঢাকার নবাবপুর রোডের বাড়িটিতে অভিযান শেষ করেছে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট। ভবনটি থেকে লাল-কালো স্কচটেপ মোড়ানো ছয়টি ককটেল ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) মধ্যরাতে ২২২ নম্বর নবাবপুর রোডের বাড়িটিতে অভিযান শেষ করে র্যাব।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব। তবে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।
অভিযানের বিষয়ে র্যাব-৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নবাবপুর রোডের একটি নির্মানাধীন বাড়ির পরিত্যক্ত জায়গায় এসবের সন্ধান পায় র্যাব। এখানে কিছু দুষ্কৃতকারী অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। কে বা কারা কী উদ্দেশ্যে এসব ককটেল ও বিস্ফোরক দ্রব্য জড়ো করেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এর আগে, বোমা সন্দেহে সোমবার রাত পৌনে ১২ টায় ভবনটি ঘিরে ফেলে র্যাব।