বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ০৯:১২:৫২

'জাল তুলতেই বুঝতে পারি, বড় কোনো মাছ আটকা পড়েছে'

'জাল তুলতেই বুঝতে পারি, বড় কোনো মাছ আটকা পড়েছে'

এমটিনিউজ২৪ ডেস্ক : মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার হরিণা ঘাট এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ১২ কেজির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে জেলে আলম মিয়ার জালে এই মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলেরা জানান, বুধবার দিবাগত রাতে লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের জেলে আলম মিয়া নদীতে মাছ শিকারে যান। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হরিনা ট্রলার ঘাটের অদূরে জাল ফেলেন তিনি। সেই জালেই বড় একটি বোয়াল আটকা পড়ে। পরবর্তীতে মাছটি বিক্রির জন্য হরিনা ট্রলার ঘাটে নিয়ে এলে পাঁচ জন মিলে বোয়ালটি ১৫ হাজার টাকায় কিনে নেন।

জেলে আলম মিয়া বলেন, হরিনা ঘাট থেকে একটু ভিতরে পদ্মায় ইলিশের জাল ফেলি। ভোর ৫টার দিকে জাল তুলতেই বুঝতে পারি, বড় কোনো মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পাই, বড় একটি বোয়াল আটকা পড়েছে।

মাছ ক্রেতা আমির বেপারি বলেন, ১২ কেজির বোয়াল মাছটি সরাসরি জেলের কাছ থেকে পাঁচ জন মিলে ১৫ হাজার টাকায় কিনে নিয়েছি। মাছটি হরিনা ঘাটে পানিতে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা একনজর দেখতে ভিড় করেন।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, হরিরামপুরে পদ্মায় মাঝে মধ্যেই বড় মাছ ধরা পড়ে। আজ একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে