শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ০৩:১০:৪৩

কেজিতে একলাফে কত কমলো কাঁচা মরিচের দাম

কেজিতে একলাফে কত কমলো কাঁচা মরিচের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : কয়েক মাস আগে বাজার অস্থির করা কাঁচা মরিচের দাম কমছে হুহু করে। সপ্তাহ ব্যবধানে পাইকারিতে কেজিপ্রতি একলাফে ২০ থেকে ৪০ টাকা কমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

শুক্রবার (২৪ নভেম্বর) কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর ও রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। পাইকারি পর্যায়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
 
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। চাহিদাও আগের মতো নেই। এতে কমতে শুরু করেছে দাম। কারওয়ানবাজারের মরিচ বিক্রেতা সাইফুল বলেন, বাজারে কাঁচা মরিচের আমদানি বেশি। তাই দাম কমেছে। সরবরাহ ঠিক থাকলে দাম আরও কমতে পারে।
 
এদিকে পাইকারি বাজারে দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি কাঁচা মরিচের দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। খুচরা বিক্রেতারা জানান, পাইকারি পর্যায়ে দাম কমায়, খুচরা বাজারেও দাম কমতির দিকে। তবে বাজারে পর্যাপ্ত ক্রেতা নেই।

আর ক্রেতারা বলেন, কিছুদিন আগেও ঘাম ছুটিয়েছে মরিচের দাম। এখন দাম কমতে শুরু করেছে। কেজিতে ৩০-৪০ টাকা কমেছে। মেহেদি নামে এক ক্রেতা বলেন, মরিচসহ অন্যান্য সবজির দাম কমায় বাজারে স্বস্তি ফিরেছে। দাম আরও কমা উচিত।

উল্লেখ্য, গত কোরবানির ঈদের সময় সরবরাহ সংকটের অজুহাতে বেড়ে যায় কাঁচা মরিচের দাম। দাম পৌঁছায় ১ হাজার ২০০ টাকা। সে সময় দাম নিয়ন্ত্রণে ভারত থেকে মরিচ আমদানির অনুমতি দেয় সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে