সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:০১:২০

৮ ডিসেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা, যেসকল নির্দেশনা মানতে হবে

৮ ডিসেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা, যেসকল নির্দেশনা মানতে হবে

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলা পর্যায়ে প্রথম ধাপের এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগেও এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরীক্ষায় অংশগ্রহণকারীদের ১৮টি নির্দেশনা মানতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ঘণ্টার এই লিখিত পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। আবেদনকারীরা নিজ নিজ জেলায় অনুষ্ঠেয় পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে।

প্রার্থীদের মোবাইল নম্বরে প্রবেশপত্র পাঠানো ছাড়াও admin.dpe.gov.bd ওয়েবসাইটে গিয়ে ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষা কেন্দ্রে ইলেক্ট্রনিক ডিভাইসসহ যেসব দ্রব্যাদি নিষেধ করা হয়েছে তা নিয়ে প্রবেশ করা যাবে না। অন্যথায় পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম ধাপের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৭০০ জন। দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে পরীক্ষার্থী সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন। তৃতীয় ও শেষ ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এই ধাপে পরীক্ষায় অংশ নেবেন ৩ লাখ ৪৯ হাজার ৪৩৮ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে