সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৬:২২:০০

বড় এক সুযোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য!

বড় এক সুযোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য!

এমটিনিউজ২৪ ডেস্ক : বড় এক সুযোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য! আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক দিনের জন্য মালয়েশিয়া থেকে বিনা খরচে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। 

বৃহস্পতিবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য অগ্রণী রেমিট্যান্স হাউজ ও এনবিএল মানি ট্রান্সফারের সকল শাখা থেকে আগামী ১৮ ডিসেম্বর কোনো খরচ ছাড়াই দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।

অগ্রণী রেমিট্যান্স হাউজ এসডিএন বিএইচের সিইও এবং ডাইরেক্টর সুলতান আহমেদ ও এনবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডির সিইও মো. আলী হায়দার মোর্তুজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে