বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৫:১৯

এবার বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে কসোভো

এবার বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে কসোভো

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি বছর বাংলাদেশ থেকে কসোভোতে শ্রমিক আমদানি শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় ৭০০ টি 'ওয়ার্ক ভিসা' ইস্যু করা হয়েছে এবং অন্যান্য আবেদন মূল্যায়নের সাথে এই সংখ্যাটি বেড়ে প্রায় ১৯০০ হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৮ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া এ তথ্য দিয়েছেন।

সাক্ষাৎকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কসোভো প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূত উরেয়ার ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, কসোভো দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ভিসার ক্লুনা এ সময় উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে