এমটিনিউজ২৪ ডেস্ক : শীতের তীব্রতা বাড়ায় রাজশাহীর সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) রাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ ছুটি ঘোষণা করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, শীত বাড়ায় সেমাবারও প্রাথমিক স্কুল বন্ধ থাকবে। তাপমাত্রা যদি এমন থাকে তবে আগামীকাল আবার নতুন করে ঘোষণা দেওয়া হবে। প্রতিদিনের আবহাওয়া আপডেট নিয়ে পরদিনের ছুটি ঘোষণা করা হবে।
এর আগে শনিবার রাতেই সোমবার পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের ছুটি ঘোষণা করা হয়। রাজশাহী অঞ্চলের মাধ্যমিকের উপ-পরিচালক ডাক্তার শারমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া ২১ ও ২২ জানুয়ারি রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।
এদিকে রাজশাহীতে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার ভোর ৬টার দিকে জেলাটিতে ই তাপমাত্রা রেকর্ড করা হয়।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, ভোর ৬টায় এবং সকাল ৯টায় একই তাপমাত্রা ছিল। এ সময় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।