বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ১১:৫৬:৪৬

বড় সুখবর প্রবাসীর সন্তানদের জন্য, আবেদন শেষ আজই

বড় সুখবর প্রবাসীর সন্তানদের জন্য, আবেদন শেষ আজই

বড় সুখবর, প্রবাসী বাংলাদেশিদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এজন্য আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।

বৃত্তি পাবেন যারা
২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২২ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেলে (১ম সেমিস্টার/বর্ষে) পড়াশোনা করছে, তারা অনলাইনে আবেদন করতে পারবেন।

শর্ত
১. বিএমইটির ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান।

২. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন—এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।

এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য চার বছর এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য (১ম সেমিস্টার/বর্ষে) ৪ বছর ও মেডিকেলের জন্য পাঁচ বছর বৃত্তি দেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সেশন বিবেচনায় আনা হবে না।

আবেদনের প্রক্রিয়া
সব শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষার্থীর মুঠোফোন নম্বর এবং তার মা/বাবা/অভিভাবকের মুঠোফোন নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা : ৩১ জানুয়ারি পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে