শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:২২:৪৪

এবারের বিশ্ব ইজতেমায় পাঁচ জনের মৃত্যু

এবারের বিশ্ব ইজতেমায় পাঁচ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় আজ (২ ফেব্রুয়ারি) দুই মুস‌ল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। তারা হ‌লেন- ম‌তিউর রহমান ও এখলাছুর রহমান।

এ নিয়ে এবারের ইজতেমায় পাঁচ জনের মৃত্যু হলো বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন।

তিনি বলেন,  শুক্রবার ভোররা‌তে ম‌তিউর রহমান ও এখলাছুর রহমানের মৃত্যু হয়।

ম‌তিউর রহমান জামালপুর জেলার সদর থানার পাকুল্লা গ্রা‌মের বাসিন্দা। শ্বাসকষ্ট শুরু হলে তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এখলাছুর রহমান (৭০) নেত্রকোণা জেলার সদর থানার স্বলফদু‌গিয়া গ্রা‌মের বাসিন্দা। বার্ধক্যজনিত কারণে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে ভ‌র্তি হয়। প‌রে সেখানে তার মৃত্যু হয়।

এর আগে ইজতেমায় আসা তিন মুসল্লির মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয় গত বুধবার। গতকাল বৃহস্পতিবার মারা যান দুইজন। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০)। তাঁদের টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে