শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:১১:০২

আলু নিয়ে বড় এক সুখবর

আলু নিয়ে বড় এক সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : বড় এক সুখবর, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪৯ হাজার ৫০০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ বন্দরের ৪৩ জন আমদানিকারক আলু আমদানির অনুমতি পেয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ কথা বলে সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগোনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সমির ঘোষ।

তিনি আরও বলেন, আলুর বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩ জন আমদানিকারকে ৪৯ হাজার ৫০০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে ভারত থেকে আলুবাহী ট্রাকগুলো স্থলবন্দরে প্রবেশ করেছে।

২০২৩ সালের ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয় সরকার। আমদানির মেয়াদ ছিল গত ৩০ নভেম্বর পর্যন্ত। পরে ব্যবসায়ীদের আবেদনের পেরিপ্রেক্ষিতে সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। ১৫ ডিসেম্বর থেকে বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ ছিল। আবারও বাজার নিয়ন্ত্রণ রাখতে নতুন করে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে