এমটিনিউজ২৪ ডেস্ক : প্রাইভেট কারের চালক ও আরোহীদের সুরক্ষার জন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এয়ারব্যাগ দিয়ে থাকে। দুর্ঘটনার সময় এসব এয়ারব্যাগ যাত্রীদের সুরক্ষা দেয়। গাড়ির বিল্ড কোয়ালিটি যেমন জরুরি তেমনই গুরুত্বপূর্ণ এয়ারব্যাগ।
বর্তমানে বহু গাড়িতে ছয়টি করে এয়ারব্যাগ পাওয়া যায়। যা গাড়িতে থাকা চালক ও যাত্রীর সুরক্ষা নিশ্চিত করে। কিন্তু, এই গাড়িগুলো কী কী তা জানেন খুব মানুষই। গাড়ির সেফটি নিয়ে যতটা না চর্চা হয়, তার চেয়ে অনেক বেশি আলোচনা হয় মাইলেজ নিয়ে। যে কারণে এয়ারব্যাগ কতগুলো রয়েছে তা অদেখা করে যান অনেকে।
যেসব গাড়িতে ছয়টি এয়ারব্যাগ রয়েছে
সেফটি নিয়ে কখনও আপোস করা উচিত নয়। প্রতি বছর ভারতে অসংখ্য মানুষ গাড়ি দুর্ঘটনায় আহত হন। সচেতনতার অভাব যেমন রয়েছে, তেমনই গাড়ি কেনার সময় ঠিক ভাবে যাচাই না করাও একটি বড় ভুল। বিশেষ করে সেই গাড়ি যদি আপনি আপনার পরিবারের জন্য কেনেন। তাই আজ এমন ত গাড়ির সন্ধান দেওয়া হল যেখানে ছয়টি করে এয়ারব্যাগ পেয়ে যাবেন। গাড়িগুলির দামও বাজেটের মধ্যে।
হুন্দাই এক্সটার
২০২৩ সালে নতুন গাড়ি লঞ্চ করে হুন্ডাই। মাইক্রো এসইউভি রূপে হাজির হয় এক্সটার। টাটা পাঞ্চকে টক্কর দিতে ভারতে গাড়িটি এনেছে হুন্দাই। পেট্রোলের পাশাপাশি সিএনজি ভার্সনেও পাওয়া যায় এই এসইউভি। গাড়িতে সেফটির জন্য রয়েছে ছয়টি এয়ারব্যাগ।
হুন্দাই অরা
আরও এক হুন্দাইয়ের গাড়ি। অন্যতম জনপ্রিয় সেডান এটি। এই চার চাকায় উপস্থিত সেফটি ফিচার্সগুলোর মধ্যে অন্যতম ছয়টি এয়ারব্যাগ।
কিয়া সনেট
দক্ষিণ কোরিয়ায় দুটি সংস্থা হুন্দাই ও কিয়া। হুন্দাইয়ের দুটি গাড়ি সম্পর্কে তো জানলেন। এবার জানুন কিয়ার গাড়ি সম্পর্কে। কিয়া সনেট গাড়িতেও পেয়ে যাবেন ছয়টি এয়ারব্যাগের সুবিধা। গত বছরই লঞ্চ হয়েছে কিয়া সনেট ফেসলিফ্ট। এই গাড়িতে রয়েছে দারুণ সেফটি ফিচার্স।
টাটা নেক্সন
টাটা নেক্সন গাড়িতেও পাবেন ছয়টি এয়ারব্যাগ। এই গাড়ির দাম হাতের নাগালে। গ্লোবাল এনক্যাপ ক্র্যাশ টেস্টেও ৫ স্টার সেফটি রেটিং পেয়েছে টাটা নেক্সন ফেসলিফ্ট।
মারুতি সুজুকি ব্যালেনো
মারুতি সুজুকি ব্যালেনোর নতুন মডেলে ছয়টি এয়ারব্যাগ বৈশিষ্ট্য রয়েছে। মারুতির সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি ব্যালেনো। সুরক্ষাতেও ভরপুর সুবিধা যোগ করেছে সংস্থা।